Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বিগত সময়ে জেলা সরকারি গণগ্রন্থাগার,শরীয়তপুর এর অর্জন

 

. পাঠ্যসামগ্রী সংগ্রহঃ

প্রতিবছর গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে পাঠ্যসমাগ্রী সরবরাহ করা হয়। জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত ৩৯,৬০ এর অধিক পাঠ্যপুস্তকের একটি বিশাল সংগ্রহ রয়েছে

. আইসিটি কার্যক্রমঃ

পাঠকগণ বিনামূল্যে ইনটারনেট কম্পিউটার সেবা পাচ্ছেন। ২০১৭-১৮ সালে সরকারের A2I অত্রগণগন্থাগারের জন্য নিজস্ব ওয়েবসাইটwww.gmpubliclibrary.shariatpur.gov.bd  তৈরি করা হয়েছে। তাছাড়া পাঠকদের অনলাইন তথ্যসেবা প্রদানের লক্ষে ইমেইল ঠিকানা librariandgpl.shariatpur@gmail.com এবং ফেইসবুক জেলা সরকারি গণগ্রন্থাগার শরীয়তপুর খোলা হয়েছে। লাইব্রেরি মডার্নাইজেশন প্রকল্প থেকে ২ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে । ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় লাইব্রেরিজ আনলিমিটেড থেকে ১০ mbps wifi চালু করা হয়েছে ।

. বেসরকারি গণগ্রন্থাগার রেজিস্ট্রেশনঃ

অত্র গণগ্রন্থাগারের আওতায় বর্তমানে ১৬ টি বেসরকারি গণগ্রন্থাগার রয়েছে