বিগত সময়ে জেলা সরকারি গণগ্রন্থাগার,শরীয়তপুর এর অর্জন
১. পাঠ্যসামগ্রী সংগ্রহঃ
প্রতিবছর গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে পাঠ্যসমাগ্রী সরবরাহ করা হয়। জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত ৩৯,৬০০ এর অধিক পাঠ্যপুস্তকের একটি বিশাল সংগ্রহ রয়েছে।
২. আইসিটি কার্যক্রমঃ
পাঠকগণ বিনামূল্যে ইনটারনেট ও কম্পিউটার সেবা পাচ্ছেন। ২০১৭-১৮ সালে সরকারের A2I অত্রগণগন্থাগারের জন্য নিজস্ব ওয়েবসাইট- www.gmpubliclibrary.shariatpur.gov.bd তৈরি করা হয়েছে। তাছাড়া পাঠকদের অনলাইন তথ্যসেবা প্রদানের লক্ষে ইমেইল ঠিকানা librariandgpl.shariatpur@gmail.com এবং ফেইসবুক জেলা সরকারি গণগ্রন্থাগার শরীয়তপুর খোলা হয়েছে। লাইব্রেরি মডার্নাইজেশন প্রকল্প থেকে ২ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে । ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় লাইব্রেরিজ আনলিমিটেড থেকে ১০ mbps wifi চালু করা হয়েছে ।
৩. বেসরকারি গণগ্রন্থাগার রেজিস্ট্রেশনঃ
অত্র গণগ্রন্থাগারের আওতায় বর্তমানে ১৬ টি বেসরকারি গণগ্রন্থাগার রয়েছে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS